প্রকাশিত: Wed, Jun 21, 2023 11:08 PM
আপডেট: Tue, Jul 1, 2025 9:51 AM

সাফ ফুটবলে আজ লেবাননকে মোকাবিলা করবে বাংলাদেশ

সাঈদুর রহমান: বুধবার ভারতের বেঙ্গালুরুতে পর্দা উঠেছে দক্ষিণ এশিয়ার বিশ^কাপ খ্যাত সাফ চ্যাম্পিয়নশীপ ফুটবল টুর্নামেন্ট। আসরের বি’ গ্রুপের প্রথম ম্যাচে আজ শক্তিশালী দল লেবাননকে মোকাবিলা করবে বাংলাদেশ। বাংলাদেশ সময় বিকেল ৪টায় খেলাটি শুরু হবে।

বি’ গ্রুপে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ ভূটান ও মালদ্বীপ। তবে আসরের শেষ চার নিশ্চিত করতে লেবাননের ম্যাচকেই গুরুত্ব দিচ্ছেন বাংলাদেশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। আমন্ত্রিত দল হিসেবে প্রথমবার সাফে অংশ নিয়েছে লেবানন। 

এর আগে ২০১১ সালে দেশটির বিপক্ষে দুইটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। এক জয়ের বিপরীতে এক পরাজয়ে সমান অবস্থানে দুই দল। তবে ফিফা র‌্যাঙ্কিংয়ে দেশটি অবস্থান ৯৯তম, যা আসরে অংশগ্রহণ করা দল গুলোর মধ্যে সবার শীর্ষে। অন্যদিকে বাংলাদেশের অবস্থান ১৯২। সুতরাং বাংলাদেশের থেকে যোজন যোজন এগিয়ে লেবানন। তাই দেশটি বিপক্ষে ১ পয়েন্ট নিয়ে ম্যাচ শেষ করার জন্য পরিকল্পনা করছেন হ্যাভিয়ের।

হ্যাভিয়ের বলেন,আমাদের দলের সবাই খেলতে চায়, সবাই শুরুর একাদশে থাকতে চায়। আমাদের জন্য এই ম্যাচটি গুরুত্বপূর্ণ। কারণ পাঁচ আসর ধরে সেমি-ফাইনালে যেতে পারছি না। আমরা বিশ্বাস করি, সেরাটা দিয়ে চেষ্টা করছি এবং সেমিতে যাওয়ার জন্য যথাযথ পরিকল্পনা অনুসরণ করছি। হ্যাঁ, আমরা লক্ষ্য পূরণের জন্য কঠিন লড়াইয়ের কথাই ভাবছি।

তিনি বলেন, প্রতিপক্ষ যেমনই হোক, আমাদের জন্য মূল বিষয় হলো, নিজেদের ওপর মনোযোগ দেওয়া। বিশেষ করে দুই সপ্তাহের যে প্রস্তুতি আমরা নিয়েছি। লেবাননও বেশ কিছু ম্যাচ খেলে এসেছে। যা তাদেরকে প্রথম ম্যাচের জন্য ভালোভাবেই প্রস্তুত করেছে। আমাদের জন্য এটি নিশ্চিতভাবেই খুব কঠিন লড়াই হতে চলেছে। 

তিনি আরো বলেন, আমাদের বিশ্বাস আছে যে, আমরা প্রস্তুত। ঢাকায় আমরা যেমন পরিবেশে খেলি, বেঙ্গালুরুর আবহাওয়া আমাদের সবার জন্যই কিছুটা ভিন্ন। তো এতে আমি বাড়তি সুবিধা দেখছি না। আমরা নিজেদের দিকে মনোযোগ দিয়ে প্রথম ম্যাচে নামার অপেক্ষায় আছি। সম্পাদনা: এল আর বাদল